রাত যদি শৌখিন হতাে,
আমি তার প্রেমিক হতাম।
বৃষ্টির ফোঁটা যদি কখনাে
আবার ফিরে তাকাতাে,
আমি বৃষ্টি ছাড়াই ভিজে যেতাম।
পরক্ষ বা প্রতক্ষ যাই হােক
ভ্রুণহীন মানুষ সবর্দাই
নিষ্ঠুর ও নির্মম হয়।
স্মৃতিরাই যে শুধু মনাে-হৃদয় এ
কালাে সাদা দাগ কাটবে,এটাই সত্য।
ভালােবাসা যদি কখনাে মেঘ হতাে
আর তারপর সমসাময়িকের
টানা-পােড়নে যদি কখনাে এই মেঘরূপী
এক বুক ভালােবাসা বৃষ্টি হয়ে
এই পৃথিবীর বুকেই ধেয়ে আসতাে,
ইস্,যদি‌ এমনটা কখনাে ভুল করে-
ঘুমের ঘােরে দেখতে পারলেও
একটা মনের শান্তি।
একটা মন ও এক বুক ভালােবাসা কিন্তু অনেক,
যদি তা সফটকপি না হয়।
অথচ সবাই ই এক ও অদ্বিতীয়ের সৃষ্টি
এব‌ং নিয়তির মায়া জালে-
আটকে পড়া ফাঁদে
শ্বাসরােধ্য খেলায় মেতে উঠেছে।
কথায় কথায় নিয়তিরে টেনে আনা-
মানুষগুলা কই?
পরিবেশ পরিপেক্ষিতে,
'চলমান মানেই গতিশীল নয়'
কথাটা মিলিয়ে নিবেন।
পাপিষ্ঠ চোখ,পাপিষ্ঠ মুখ,পাপিষ্ঠ হাত
ও পাপে পূর্ণ এ পােড়া দেহও-
একদিন বিপক্ষ হয়ে
স্বীকারােক্তিতে যৌক্তিকতার বর্ণনা চাওয়াবে।
বিকৃত মস্তিষ্কও একদিন হীন হয়ে
নিজেকেই জিজ্ঞাসা করবে,
"মানে আআমিই কেন?"