আজ অনূভুতির গভীরে-
           যেতে চাই না কখনো,
যেখানে শব্দকান্নায়-
           আলোরিত করে নিঃস্তব্ধ আত্নসূর।
সবকিছু তাঁর নির্দয়-
           হৃদয় দিয়েছে সৃষ্টি।


পুরানো আত্নসূর-
           আজ কালের গভীরে।
অন্তর আজ অন্তঃপরিচর্যায়-
           না থেকে হারিয়েছে শেষটি।
আজ শুধু শূন্যতায় অনূভুতি-
           নিঃস্তব্ধ হয়ে ভেসে যায়
শুধু ভেসে যায়,
           রাত তারা হওয়ার অপেক্ষায়।


হারানো অনূভুতি আজও
           তাকিয়ে থাকে নিঃশ্বাস-
নেওয়ার একটি আশায়।
মানুষ ছেড়ে গিয়ে ভুল করে,
           আর থেকে গিয়ে মায়া বাড়ায়।


তোমার মিথ্যা উপন্যাসে,
           যদি কখনো সত্যের প্রয়োজন হয়
তাহলে আমার কাব্যে এসো।
আমি রাগ, অভিমান, ঘৃণা, আবেগ, ভালোবাসা-
           সব বিক্রি করে অশ্রু দিয়ে কাব্য লিখি।
আমি কবি না, কবি হলে অবশ্যই-
          ‌ কলম-কালি দিয়ে কাব্য লিখতাম।