যত তার রংধনু আর রং নিয়ে আর-
করবে না তো খেলা
আমি আমার মতোই কাটিয়ে দেবো-
এক এক সন্ধ্যে বেলা।
যত তার স্মৃতিগুলো সব
আমায় টানছে মৃত মানুষের ভিড়ে,
কানপেতে কয়-
'প্রিয়, চলে এসো মোর কাছে'


ঘুমিয়ে ঘুমিয়ে দেখি তার নিস্পর্শ ছায়া-
জড়িয়ে ধরে আমায় সে চিৎকার করে কাঁদে।
স্মৃতিগুলো আজ শুধু বেদনায় হয়ে আসে
আর বেদনাকে কাছে পেলেই মৃত্যুর কাছে টানে।
যত তার রংধনু আর রং নিয়ে আর-
বসবে না তো মেলা
আমি আমার মতই কাটিয়ে দেবো-
এক এক সন্ধ্যে বেলা।


স্মৃতিরা আজ তারাতে আঁকা,
রক্তও চিনে আজ তোমার ভাষা।
ঘুম পাড়ানো কোন গানের সুরে
ফেলে যাবে শুধু নীরবতা।
আজ আকাশ তারায় তোমায় খুঁজি
রেখে দিয়ে সব ব্যস্ততা।
যত তার স্মৃতিগুলো সব
আমায় টানছে মৃত মানুষের ভিড়ে,
কানপেতে কয়-
'প্রিয়, চলে এসো মোর দেশে'