দুটো চোখের মায়ায় আজ-
অন্য দুটি চোখ কাঁদে!
আর তারপর?
ভাবনারা মরে গেছে,
সে আমায় ভুলে গেছে,
অশ্রুরা থেমে গেছে,
আর তাই বলে কি ভালোবাসাও মরে গেছে?
সবুজ ছাঁয়া খুব কলরব তবুও সজীবতা ছড়ায়
নিরব বাতাস আকাশ ছুঁয়েও শুধুই নেশা চায়
কি জানি কি খুঁজে, কার নাম, কারই বা নামের অক্ষর
সুবাস ছড়ানো রাত যেন তীর ঘেঁষে ফিরে যায়।
ভীষণ মন খারাপের রাতে
কি জানি ঘুণ ধরে কার মনে!
পাশাপাশি দুটি হাত
নেই যে আর একসাথে।


কৃত্তিম প্রকার পেইজ ভরায়, মন না।
আঙ্গুলের ফাঁক দিয়ে সমৃদ্ধ চুয়ে পড়ে, মানুষ না।
ঝিনুকের মুখ আবার কেন উদাসীন?
জোনাকি আঁকে বুঝি তারার রুপকথা-
'মিটমিট' তার শব্দ, কি? শুনতে পাও?
দেখলাম, জানলাম, বুঝলাম, শিখলাম-
সময় প্রাচীন পারিবারিক সদস্য।
ভুল শুধু সুবাস ছড়ায়
আর ঠিক শুধু ফুল ফোটায়।
ক্ষমা নয় তার চোখ ভালোবাসা কয়-
স্মৃতি নয় পাশে থেকে বর্তমান গড়ার চাহিদা।


আচ্ছা, শোনো-
আমাদের কি আর কথা হবে না?
চোখে চোখ পড়লে কি আর তুমি হাসবে না?
এইতো ছিলে এখানেই একটু আগে!
এখনও একটু আগেই বলে মনে হয়।
আচ্ছা, তুমি কি ঠিক জানো-
আমার জোনাকি আজ কোথায় চলে গেছে?
ঠিক কেই বা কেড়ে নিল আমার ঘুম নেশা?
কেন হঠাৎ আমি থেমে যাই আর শুধু তোমাকেই ভাবি?
উত্তর নাই জানি তারপরও বাসি-
আর এই বাসতে বাসতে থেকে যাওয়া আরকি!


আমার আকাশ করো কি আর স্মরণ?
আমার ভালোবাসা কি আনবে আবার তোমায় ফিরে?
এই হঠাৎ বুঝি তুমি এলে,
এই হঠাৎ করে কি কাছে ডাকবে আর?
কেন এই মন আমায় পুড়ায়,
কেন আজ এই চোখ আমার ভেজায়,
হারানো তুমি আর এই একাই আমি-
আর সাথে কিছু সময়ের কাঁটা ঘুরে!