ঠিক সন্ধ্যে সন্ধ্যের আগে,
কে আর কার ঘুম ভাঙ্গায়,
কেই বা আর কার নাম ধরে ডাকে।
সফলতার পথ?
না, নাহ!
আমি খুঁজেছি তোমার চোখ,
একশত পথ একা একা হেঁটে।
খুঁজেছি তোমার মুখ,
কতশত সাদা-কালো ডানা ঝাঁপটানো ঝোঁপে।
দেখছি তোমার পথ,
নরম বাতাসে আমার দীর্ঘশ্বাস ফেলে।
তুমি কি ক্লান্ত নাকি অভিমানী?


আমার চোখে তাকিয়ে দেখো,
কত যে বুনেছি স্মৃতি!
এখন তুমি বলবে-
‘মানুষ বড়ই স্বার্থপর
তা না হলে নিজেকে ভালোবাসতে
অন্যকে কে বেছে নেয়?’
-স্বীকার করছি, আমি স্বার্থপর!
  তাও শুধু ভালোবাসার জন্য।