রুপোয় বাধা নুপুর ধ্বনি ধেয়ে আসছে কানে,
তা কি এমনি কোনো শব্দ-ধ্বনি?
কাজল মাখা হরিণ চোখ বাসছে ভালো,
ওগো প্রিয়, তোমার বাসনা পূরণ হোক।
কথিত কোন কন্ঠে, না গাওয়া কোন সুরে-
যে-‘তুমি’ আমায় বুঝে যায়,
সে-‘তুমি’ যেন থেকে যায়।
আকাশের মেঘ ডেকে অভিমান করে বসে থাকা,
আর আমি তার মাথায় হাত বুলিয়ে-
কিছুটা কাছে টানার চেষ্টায়...
দূরত্বতার দাগ মলিন হয়ে যেথায় তোমায় কাছে পাই,
তুমি সব ভুলে গিয়ে শুধু আমায় আগলে রেখো।
এই শুনো নাহ,
আমরা একদিন সবুজ প্রান্তে ইচ্ছে করেই হারিয়ে যাবো,
তারপর আবার শুধু ভালোবাসার টানে-
কোনো না কোনো একদিন নিজেদের খুঁজে নেবো।
শুধু কাছে থেকে নয় আমি হারিয়ে গিয়েও-
শুধু তোমাকেই ভালোবেসে যেতে চাই।
আমি থাকি বা না থাকি বেঁচে থাকুক আমার ভালোবাসা,
সব সময় হাতে হাত ধরে চলুক-
সে আমার ভালোবাসাকে নিয়ে।