স্মৃতিরে করিয়া অপমান,
স্মৃতিতেই এখন পড়িয়া থাকি,
স্মৃতিতেই আজ আমি বিরাজমান।
স্মৃতির চরণে গাঁ লাগিয়ে ভাবি-
কেন সে আসেনি আমার হয়ে?
কেন সে বলেনি আমার হয়ে?
কেন সে ভাসেনি আমার হয়ে?
কেন সে চায়নি আমার চোখে?
কেন সে হাসেনি আমার হয়ে?
কেন সে থাকেনি আমার হয়ে?
কিভাবে সে ভুলেছে আমার তরে?
কিভাবে সে পারে অন্যের হতে?
কেন সে আসে স্মৃতিকুমারী সেজে?
কেন সে একটিবার ভাবেনি আমার হয়ে?
কেন সে মায়ার জাল ফেঁদে-
আজও আমায় ডাকে তার পিছু পিছু হাটতে।
কেন তার কাজল-মাখা চোখ-
আবার বলে আরও একটু ভালোবেসে দেখতে।
কেন সে আমার চোখে ভাসে-
স্মৃতি-কুমারী সেজে?
আর ভেসে যায় রাতের অশ্রুতে।