'মা'-এর চরণে বন্দনা দিয়ে আমার কবিতা লেখা শুরু হলো​।
        এটা আমার প্রথম কবিতা।
আসরের সকল কবি আর পাঠক বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা।



দানবরূপী মানব শ্রেনী ঘটাইতেছে
অজস্র ঘটনা,
অসহায় নিপীড়িত, লাঞ্ছিতরা সহিতেছে
অজস্র যন্ত্রণা।
তখন কেহ আসে নাই পাশে,
কেহ করে নাই মানা।
শিক্ষিত সমাজ তবু দেখিতেছে
কিভাবে দানব করিতেছে হানা।


চক্ষু দিয়া দেখিতেছি,কর্ণ দিয়া শুনিতেছি
এ-সব কিছু,
তাহার‌ই উত্থান পতনের রহস্য
করিতেছে পিছু।
জমাট বাঁধা স্মৃতিগুলি বাহিরে আসে
বাক‍্য হ‌ইয়া,
কে শুনিবে কাহার বাক‍্য!
কেহ করে নাই পরোয়া।


আমি চাহি নাই কবি হ‌ইতে,
চাহি নাই রবি হ‌ইতে।
আমি চাহি নাই খ্যাতি ছড়া‌ইয়া পড়ুক
দূর হ‌ইতে দূরন্তে।
কিন্তু এই পরিস্থিতি বাধ‍্য করিয়াছে
কলমখানি ধরিতে।
মা, তোমারই চরণে দিলাম বন্দনা,
পারি যেন সার্থক হ‌ইতে।।


বহরমপুর
Mother's day
(১৪ই মে,২০১৭)