স্বাধীনতার স্বপ্ন গুলো,
রসুন আর পেয়াজের শুকনা খোসা হয়ে
ঝালের ঝাঝালো গন্ধের সাথে;
ধুলোয় লুটিয়ে গড়িয়ে উড়ে বেড়াচ্ছে।
কখনো বা শলার ঝাড়র আঘাত!
অনাদর যার বাস্তবতা!


ভাবতে অবাক লাগে
সে স্বপ্ন বোনা হয়েছিল,
শুদ্ধ মাটির নাতিশীতোষ্ণ গর্ভে
আজ কেন ?
আমাদের দ্বারা পরিত্যক্ত?


এ যেন; স্বকীয়তা র সামনে,
আমাদের বিগত যৌবনের অতীত বিলাসী নগ্নতা !


নিঃশব্দের মাঝে কুঁকড়ে কেঁদে উঠা  ...
দীর্ঘশ্বাস !চাপা অনুভূতির বাস্তবতায়,
আমার আমি কে
ঘৃণা করতে ইচ্ছা করছে ?