সতেজতার সংস্পর্শে মৃদু মৃদু কম্পন অনুভূতিতে,
সকালের ঘুম না ভাঙ্গা ঘুম ঘুম চোখের তারাতে...
আলতো আলতো ভোর মেঘের সমুদ্রের সাথে
সম্মোহনী রক্তাত্বতার জল উচ্ছাসের ঝাপটাতে
কেন থমকে থাকার বিভোরতা রক্ত কাঞ্চন?


হিমেল বর্ষার অস্তাচল উন্মুক্ত বেলাভুমির প্রান্তরে
জোড়াবদ্ধ কলহংসের হেটে যেতে থাকা সময়ের পথে
বিগত দিনের ভাবনা গুলোতে কেন জোস্নােত........
তুষার রেনু সময়ের স্পর্শ!
অবিরত দিয়ে যেতে হয় বিরতী বিহীন সময়ে অবিরত থাকতে থাকা।