অভিমানী প্রিয়া মুক্তা হে মুক্তা,
তুমি ছাড়া হৃদয় মোর সর্বদাই শূন্যতা।
তোমাকে না পেলে মৃত্যু পর্যন্তু অপূর্ণতা,
হৃদপিণ্ডে বাসা বেঁধেছে মুক্তা মোর মুক্তা।

বলেছিলে বাড়ি গিয়ে পাঠিয়ে দেবে ছবিটা,
তুমি কিন্তু চেয়েছিলে মোর লেখা কবিতা।
তোমাকে মনে হয় চিত্র নায়িকা ববিতা,
হৃদপিণ্ডে বাসা বেঁধেছে মুক্তা মোর মুক্তা।

মনের মাধুরী দিয়ে আঁকবো তোমার ছবিটা,
পাঠিয়ে দিতে চেয়েছিলে তোমার ছবি দুইটা।
স্ব-হস্থে তৈরী করবো তোমার সুন্দর মূর্তিটা,
হৃদপিণ্ডে বাসা বেঁধেছে মুক্তা মোর মুক্তা।

নদী তটে চলতে চলতে বলেছিলাম কথাটা,
মটরশুঁটির মাঝে হাঁটতে হাঁটতে তুমি কি বলোনি হাঁ?
নয় ছয় কথা তুমি কখনো বলোনা,
হৃদপিণ্ডে বাসা বেঁধেছে মুক্তা মোর মুক্তা।

রচনা কাল ঃ ৬ফেব্রুয়ারী ২০০৪ইং