আমার নিউরোনে সে প্রজাপতি হয়েও
খেলা করুক। অনুভব হোক আবার
গহীন বটের আলিঙ্গন ভালোবেসে,
বাঁশপাতির মতো হঠাৎ উড়ে আসিও
সন্ধ্যাতারার বুকে সীমাহীন কাজলে।
এসো ফিরে দেখা কোলকাতার ট্রামলাইনের
এঁকেবেঁকে চলা কালো রাস্তায় আবার---
এসো কলেজ স্ট্রীটের বইয়ের জঙ্গলে
আদিম পুরুষ নারী হাত ধরাধরি
হোক আবার, বইয়ের মেলায় মেলায়---
আবার হোক আবার হোক সেদিনের
মতো, ফিরে আসুক; ফিরে আসুক, ফিরে,
শহুরে রাস্তায় মদ‍্যপানের ধৃষ্টতা---
সব ফিরে এসো, সব ফিরে এসো, ফিরে।