ধান কাটা হয়ে গেছে; মাঠে মাঠে রাতে তাই শেয়ালের উৎসব,
হিম সমীরন বইছে অবিরল, যেন হিমালয় ছুয়ে আসা বরফের নিঃশ্বাস।
কৃষকের ঘরে তাই স্বন্ধায় নেমে আসে গভীর রাত,
কুয়াশার সাদা চাদরে মুড়িয়ে বিধবার বেশে।
তখন পূর্ণিমা চাঁদ থালার মতো ভাসে অসথের শাখার আড়ালে,
সাথে নিয়ে অসংখ্য নক্ষত্রের হাসি।
যে হাসি দেখেছিলুম পৃথিবীর আলোয় একদিন
বাবা জ্যাঠা খুড়ো আর ঠাকুদ্দাদের ভীরে,
আহা কতো প্রিয় মুখ।
আজ তারা কোথাও কেউ নেই; আছে দূর নক্ষত্রের দেশে
কোন সে অজানা নক্ষত্রের আলোয় আমি খুজে ফিরি তাদের;
কোন সে অজানা ছায়াপথ ধরি।
                                
                                অসমাপ্ত