যদি শ্রাবণ ঝড়া রাতে কভু, ঘুম ভেঙ্গে যায় মোর;
যদি বিজলী চমকায় আকাশের নীলিমার বুকে-
তখন, খুব বেশী মনে পড়ে তোমাকে প্রিয়;
স্মৃতির দুয়ারে এসে যেন কড়া নেড়ে যাও তুমি ৷


যদি বাতায়ন খুলে দিয়ে কভু, দাড়াই এসে নি:সঙ্গ আমি
ছুয়ে দেখি যদি কভু দু'হাত বাড়িয়ে
ঝর-ঝর অবিরাম ঝড়ে যাওয়া বর্ষন,
তখন, খুব বেশী মনে পড়ে তোমাকে প্রিয়-
জেগে ওঠে হৃদয়ে সাপের মতো ফনা তুলে কষ্টের কিট্ ৷


যদি আনমনে চেয়ে রই স্তব্দ নির্বাক পাথরী প্রতীমার মতো সম্মোখ পানে;
হাতে তুলে নেই যদি মলাট ছেড়া সেই কবিতার বই-
কিংবা এক কাপ গরম কফি,
তখন খুব বেশী মনে পড়ে তোমাকে প্রিয়-
ভেসে ওঠে দু'চুখে জলছবি হয়ে, ঘটে যাওয়া কিছু মুহুর্ত ৷


যদি এমন রাতে কভু, বেজে ওঠে ক্যাসেট প্লেয়ারে হারানো দিনের গান
কিংবা হেমন্তদায়ের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত
তখন খুব বেশী মনে পড়ে তোমাকে প্রিয়
খুব বেশী খুব ।।
                ২০/৫/২০১৫ ইং