আজি এই রঙ মরহলের জলসা ঘরে নাচো সখি নাচো;
আমি মেতে রবো সারা রাত শরাবের নেশার ঘোরে,
ছড়িয়ে দেব তব পদতলে,দু'হাত ভরে অজস্র নাজরানা-
আজি এই রঙ মহলের জলসা ঘরে নাচো সখি নাচো ৷
ঢেলে দাও গেলাসে অমৃত স্বর্গসুধা তব ঐ দু'টি হাতে-
তুলে দাও মুখে সখি শরাবের পেয়ালা, আজি এ ভরা রাতে ৷
মিনতি মোর রাখো, আজি পোড়াও মোরে তব রুপের অনলে;
যে রুপে পোড়িয়াছে হায়, কতো পুরুষ কতো শাহানশাহে ৷
বাহিরে জ্বলিছে পূর্নিমা চাঁদ আর ভেতরে তুমি ;
সখি, মানবীতো নও তুমি যেন স্বর্গের কোন অপ্সরী হায়-
কাছে এসো প্রিয়, শীতল করো তপ্ত হিয়া মোর
ডেকে লও মোরে তব বক্ষে টানি এ রজনী না পোহাতে ৷
আজি এই রঙ মহলের জলসা ঘরে নাচো সখি নাচো;
আমি পরাবো তব চরন যুগলে ঘুঙুরের মালা হায়-
রাঙিয়ে দেব তব চরন কিনারে-
কৃষ্ণচুড়া হতে লালটুকু আনি আলতা করে ৷
আর রঙধনু হতে সব রঙ আনি
সাজাবো তোমারে সখি যতন করে ৷I
পরাবো তব ললাটে প্রিয়, সমুদ্র সেচিয়া মুক্তো আনি;
অধরে রাঙাবো তব গোলাপের রঙটুকু ছিনি
পুষ্পদেবীর আঙিনা হতে ৷
আজি এই রঙ মহলের জলসা ঘরে নাচো সখি নাচো;
আজি বয়ে যাক নিরবধি শরাবান তহুরা
নহরে নহরে জাগুক বাধ ভাঙ্গা ঢেউ;
ঝমকে ঝমকে বাজুক মাদলে মাদল
ঝলকে ঝলকে জলুক রঙিন আলো ৷
আজি উন্মাদ আমি উন্মাদ আমি নেই আর আমাতে প্রিয়; (অসমাপ্ত)