হালুম হালুম বাঘ মামা লম্বা তাহার লেজ;
ডোরা কাটা জামা গায়ে ভীষন রকম তেজ ৷
হেলেদুলে চলেন তিনি রাজমেজাজি ভাব
শিকার পেলে ধারে কাছে, শুন্যে মারেন লাফ ৷
হরিণ তাহার ভীষণ প্রিয় মজা করে খায়;
আরো প্রিয় বনো মহিষ যদি পাওয়া যায় ৷
তার ভয়েতে কানখারা সব বন্যপ্রাণীর দল;
ধরা পরলে রক্ষা নেই আর গায়ে থাকেনা বল ৷
বেছে বেছে শিকার করেন এটা সেটা নয়-
তাইতো তিনি পশুর রাজা, রাজা যেমন হয় ৷


               30/12/2015
             Bawadi, jeddah