শ্রাবণ ধারা বরিষণ আপন হতে আপনারে
ঝমাঝম্ ছন্দ ঘন, সিক্ত ভূমে আছাড় মারে;
শব্দে ডুবে ফুঁড়ে ওঠে ধর্ম নেশায় নেশাতুর
জ্ঞান খোয়ে পথে বসে হন্যে বিবেক ফতুর;
তীব্র অচেতন অনল, নিঃশেষ করে সিক্ততা
নিঃশেষ করে বারিধারা, মানব হতে মানবতা।


তবু বোঝে না মানব, বাঁচা যায় ধরম ছাড়া
প্রকৃতির সিদ্ধ জ্ঞান, চেতনার দৃঢ় পুষ্টিপারা;
বিকশিত জ্ঞান বিনে ধরম পূবে পাতাকলে
সভ্যতা জীব জড় বাঁচা অসম্ভব ধরণীতলে।



ধৃতি রাজ