এই পৃথিবীতে ছিল সুন্দর মানবতা অঙ্কুট,
প্রকৃতির তালে খুলেছিল দ্বার
নির্মলতর সভ্যতার,
ভোগের চাতুরী
হানিয়া বিভেদে মতের হাতুড়ি
অবতার নামে গড়েছে ধ্রুব হিংসাকল্প মুকুট।


দল বিস্তারে সত্তার ঘোরে প্রজন্ম আজ অঙ্কী,
অন্ধের মোহে তবুও ছোটে
অমানবতার বিরাটে,
জ্ঞান কান্ডারী
জাগাও চেতনা খুলে আবরি
ভাববাদী নয়, মানবতাবাদী হোক মানবে ডঙ্কী।


ধৃতি রাজ