হে আকাশ হে বাতাস যুগে যুগে তুমি
এই জড় জীব কুলে স্মৃতি বাহী জানি
সব জ্বলে স্মৃতি ভুলে গেলে মনে আমি
দাও ফিরে চোখ নীরে দূর স্মৃতি খানি
সে ক্ষম শুধু তব সরস বিরস মানি
সময় নড়ে ওঠে পড়ে তার হৃদ তুমি
তুমি জখম হলে তখন অ সময় টানি
ঐ আঁধার মন আমার ঢাকে এসে নামি
স্মৃতি মুকুর স্ব চোখে আসে যদি পানি
যত চাওয়া যত পাওয়া গোটা সব কানি
দুখে ভরা চির ধরা যত বেশি শুনি
তার চেয়ে ঢের কম মম দুখ পাণি
অণু খেদ মনে ভেদ নেয় সহা ছানি
চির মিশ নেই রিষ স্মৃতি বাহী তুমি।।



DHRITI RAJ


আসিতেছে "মধ্যি পাড়ার বিল".....