চন্দ্র সূর্য গ্রহ তারা বায়ু বয়, গতি পায় নিত্যে
অধি নিয়মের বেড়া জালে;
প্রকৃতির নকশা গড়ন, বেড়া জালেই হয়, তাই -
নিঃশব্দে সেও নিয়মেরই বেড়া বেঁধে চলে
নিঃশেষ হয় প্রকৃতির কোলে নিয়মে মিশে,
কিন্তু মানুষ চলে না-
মানুষ চলে না কোন নিয়মে, রোজ ভাঙে
ভাঙে রোজ সে অস্তিত্বে, লোভে।


পাপ পুণ্যের স্নানে নিজেকে বিশুদ্ধ করে চলে
কল্পনা বশে তার ভিত্তিহীন পরবাস, তাকে-
নিয়ে চলে হীন হতে হীনতায় মানবিক দীনতায়,
পিষে দেয়, মুছে দেয়
শেষে নিক্ষেপ করে মনুষ্যত্ব; মরিচিকা সায়রে,
কিন্তু মানুষ রাখে না-
মানুষ রাখে না মন গহিনে, যায় ভুলে
ভুলে যায় সে সত্যভানে, অসাড়ে।


শূন্যতায় সদা ভক্তি রাখে, কখনো নির্জনে বাঁধা,
শূন্যের দিশায় চেয়ে রয় কোন্ অচিনে; তবু-
নোয়ায় না মাথা, নোয়ায় না সে নিত্যে
অধি সত্যে, চির মনুষত্বে
ভুলে চলে অদর্পের সৌজাত্য, মতিভ্রমে মত্তে;
কিন্তু মানুষ চায় না-
মানুষ চায় না কোনও মতে, নেমে আসে
আসে নেমে সে সমচরণে, বৈষম্যে।।



DHRITI RAJ