ঠগ্ যত সব বড়াই করে দম্ভে জ্ঞানের নিম্মতলে
অদল বদল পঙ্গু কথায় হীন মানবের ধান্দাথলে
ভরছে ভ্রম পাহাড় সম, ভরছে তারাই দলবদলে!


ফন্দি ফিকির গন্ডি তাদের রম্য এঁধো বিমূঢ়াবতী
প্রেম পিরিতের মধ্যমণি হিংস্র কসাই সমাজপতি!
জ্ঞান বয়ে নেয় নেংটি পথে কল্প সাবেক অন্ধরীতি।


গোষ্ঠী টানে জাতির দলন দীপ নেভানো অধিষ্ঠান
বস্তু জ্ঞানের আগান বাধা ধরম আঁধার টেক্কাজান
দীন পড়ে রয় দীনের পথে সাহিত্য সার বন্ধ্যাদান!



ধৃতি রাজ