সবাই চাই অতীতের চেয়ে বর্তমান হোক সুন্দর
চাই না অতীতের কূটতালীয় স্তোত্র মন্ত্র নেড়ে দুর্গন্ধ ছড়াই,
ভালো, ভালো, সে এক অতি ভালো শিউলি ফুলের রাত্রি সুবাস সম
কিংবা এ "ভালো" এক আতর মাখা সভ্য সকালের জয়গান।


যত স্তোত্র মন্ত্র, তা যদি পচন শীল না হয় তবে নাড়লে গন্ধ ছড়ায় কেন?
কেন তা কালক্রমে উদ্ভ্রান্ত, অবাস্তব, অবান্তর?
কেন মানুষের পালনীয় ধর্ম প্রকৃতিজাত নয়?
কেন সার্বজনীন প্রকৃতি জ্ঞানের আলোয় তা অন্ধকারময়?
একটি নরম শিশুর মাথায় চক্র কাটে সকাল হতে সন্ধ্যে,
এটা আলোকিত বর্তমান।


ধূর্ত চাপাবাজ গন্ধ নাশে চাপা দিয়ে যায় সেই অতীত অসার
মুখোমুখি তর্কে ছুঁড়ে মারে উদ্ভ্রান্ত গ্রন্থশিলা
নরম শিশুটি মাথা ফেটে নুইয়ে পড়ে
একদিন মিশে যায় প্রকৃতির ধারাপাতে!


ধূর্তান্ধের অতীত অবাস্তব হয় ঘটমান মুখপাত্র!
সবাই চাই বর্তমান হোক অতীতের চেয়ে সুন্দর!


ধৃতি রাজ