যাদের বাদে ঘৃণ্য তুমি থাকছো অপবাদী
তাদের পায়ের তলায় তুমি নিত্য আবাদী
ধূর্ত কথায় মুখোশ সাজাও তাদেরই হর্ষে
নারাজ ভানে ভন্ড ঐ বাদ কাঠামোয় বসে
দুলিয়ে পা ভুলতে আপন ইতিহাসের সত্যি
লুকাও বদন শরম অতল বশ্যতায় তৃপ্তি।


শাসক অধীন পরম সুখী নয়তো অমূলক
কেন হবে বিরাগ ভাজন শ্রেণীর পরিপূরক?
জীবন কাটাও এমনি করে কিসের তাড়নে?
ঘুর্ণিপাকে পাক খেয়ে যাও কেমন নড়নে?


তাড়ন কারণ হিংসা দীনে অসার চেতনা
ঘূর্ণিপাকে পাক খেয়ে যাও মোহে সান্ত্বনা
বাস্তবে রও তাদের গড়ে অলীক ভাবনায়
বিরাগ ভাজন ভয়ে চলো দাসের মহিমায়
স্বপন তোমার ভাঙবে ঐ; ঘৃণায় ভরা বাদ
যতন করে গড়ছো তাই নিজের অপবাদ!



ত্রিপত্র কাব্য (Trefoil)
ধৃতি রাজ