বৈদিক অত্যাচারে স্বস্তি পেতে
কঠোর নিয়ম বিধি লঙ্ঘিতে
জনপদ মহাজনপদ গড়িল শেষে
পরিবর্তন চাহিদায় ষোড়ষ ভেদে
অর্থনীতি কেন্দ্রে।


বৃজি মল্ল চেদি বৎস
কুরু শূরসেন পাঞ্চাল মৎস্য
অশ্মক অবন্তী গান্ধার কম্বোজ
কাশি কোশল অঙ্গ মগধ
ষোড়ষ জনপদ।


সবখানে ক্ষত্রিয় রাজা সম্রাট
ব্রাহ্মণ পূরোহিত পাশে উদ্ভট
কৌশল খুঁজে ফেরে মোকায়
কি করে ক্ষত্রিয়কে রাখে কব্জায়
চলে বিরোধিতায়।


লাঙল ফলা কৃষিকাজে ব্যবহারে
ফলন অধিক বৃষ্টি কারণে
কৃষি উন্নয়নে কাটে অরন্য
দ্বন্দ্বে ভ্রাতৃত্ব সাম্য আসাম্য
প্রকৃতি অদম্য।


মুদ্রা ব্যবস্থায় ব্যবসা বানিজ্য
দুর হতে দুরান্তে পরিব্যাপ্ত
সিন্ধু ধংসের ব্যবধানে পহেলা
নগরায়নে বৈশ্য করে আকাঙ্খা
অর্থনীতি শান্তিধারা।


অলস শোষক  ক্রূরমতি হয়ে
সতীদাহ প্রচলন করে ব্রাহ্মণে
প্রতিবাদী গড়ে গতি ব্রাহ্মণ্যধর্মে
আনুমানিক ছেড়ে প্রামাণ্য তা বলে
শৈরাচারী বৃদ্ধিতে।


বারাণসী শ্রাবন্তী চম্পা বৈশালী
আরো নগর কৌশাম্বী উজ্জয়নী
সবখানে বিরোধ ব্রাহ্মণ পুরোহিতে
সিন্ধুজন বণিক মানেনা ব্রাহ্মণ্যধর্মে
সরলতা খোঁজে।



মোকা > সুযোগ
DHRITI RAJ


আসিতেছে... বীতনিদ্র সিন্ধু (ছয়)