এ দল ও দল শাসকের ছল
বদলায় কত ঢং
সবুজ সাদা গেরুয়ার ভোল
ঝলকে ফাঁদের রং,
বদলায় প্যান্ট বদলায় জামা
একই চেয়ারে বসে
নতুন ভন্ডের খোলসায় ডোবে
পুরাতনে রাখে পাশে,
ওরা একা বসে দশ চেয়ারে
দশ মন্ত্রী একা
দলিত জন্যে থাকে না চেয়ার
মন্ত্রীত্বে থাকেনা ফাঁকা।


ওরা অভিনয়ে বড্ড পাকা
উস্কায় দলিত মন
হাতটা বুলায় মাথার ঘোলে
দিবে বুঝি কত ধন,
বদলায় দিন বদলায় ক্ষণ
ওরা অংক কষে
এক দুই তিন কানা ঘুঘু নিয়ে
রাখে দলিতে বশে,
ওরা দেখ নেতা মাথায় ছাতা
এ দল হতে ও দলে
সুযোগের দোরে হুজুগ তোলে
গোষ্ঠী বর্ণবাদীর কলে।


হায়---
কত কাল যাবে এমনি করেই
বোঝেনা শ্রমিক জনতা
পেটের টানে অসহায় ছোটে
নীরবে কাঁদে সততা,
বোঝে শুধু সে মরমে মরমে
গনতন্ত্রে চলছে ব্যবসা
ধনী হতে আরো ধনীর লোভে
তাহারা রক্ত চোষা,
বোঝে শ্রমিকে আছে সকলের
অন্ন বস্ত্র চাহিদা
আমরা জোগাই তোমাদের মান
তোমরা কসাই বেহুদা।



ধৃতি রাজ