কত শত পথ দুর্বার মত জীবনের প্রতি কোণা
ঘিরে ধরে সদা প্রস্তুত বিনা চলে হেঁচড়া-টানা
দিন-রাত যায় কসুর মাথায় ধাঁধা ধরে ভুরিভুরি
কি আর বলি, চিন্তার ভারে ডুবে ডুবে তাই মরি
চারিদিকে যত উত্থলে ওঠে কবিতায় পারমিতা
বুঝি না সে রূপ ছন্দের ধুপ, আছড়ায় বারতা
মরু কিবা দূর সাগর দেশ রাশিরাশি একই বালি
দেয় শুধু ঘাই চলতে চড়াই গড়বড়ে কথাগুলি
অথই জলে অতরল তল মিছে খুঁজি সারাবেলা
যাওয়া যায় দূর সাগর দেশ ভাসিয়ে ছোট্ট ভেলা।


ধৃতি রাজ