সদা সত্য কথা বলিবে সত্যমেব জয়তে
সকল গুণী মান্যতা দেয় শুনে একবাক্যে;
তাহার পরেই আছে প্রবাদ বাক্যের সুজুড়ি
যথা কালে বলে, মারি আকছার দক্ষতুড়ি;
কানাকে কানা, খোঁড়াকে বলো না খোঁড়া
দুঃখ পাবে মনের মাঝে শেখায় নীতিগোঁড়া।


চলছে সমাজ নীতি ধারা নিজেরই বিরোধ
চর্যা বিচারে শিক্ষা নিয়ে সুবোধেও নির্বোধ!
সত্যে আঘাত মিথ্যা খুশি দুর্নিবার ভাবনা
কেমন করে কর্ষিত হয় রবাহুত ধারণা?


সদাই সত্য বললে যদি সত্যমেব জয়তে
ঘাত পেলেও চলি সবে একটাই নীতিতে
নচেৎ ভবি সত্য ছাড়ি আঘাতটাই দেব না
চোট হীন জগৎ বীন বিথারতায় বাজুক তা
শুদ্ধ ঘাতে চর্চা মাঝে বিনিদ্রতা গাঁথনে
দ্বৈধ বাক্যে নিত্য জাগো দীপ্তিশীল মননে।



রবাহুত > শুনে আসছি যা।
ত্রিপত্র কাব্য (Trefoil)
ধৃতি রাজ