কোন্ আশায় তুমি সমন পাঠালে
দীক্ষা ভূম-হতে ক্ষুদ্র দিয়াড়া আলে
অসির ক্ষীণ ঝলক নিদ্রিত চেতন
নিসাড় দীনতা উল্লাসে মাতে নয়ন
দীধিতি দিশা আজি জাগে মনে
বেজুত শরীর তবু লিখি ক্ষণে;
তব বক্ষে সহস্র দীপ্যমান গাথা
জুড়ায় চিত্ত জুড়ায় দর্শন ব্যথা
বিলক্ষ যোজনে হৃদি তব শিষ্ট
বিলয় দেহে বিরাজে এই নিসৃষ্ঠ
প্রভা তরঙ্গে জেগে উঠুক অসার
প্রশান্ত সদা তারুণ্যে অনন্ত প্রসার।।



DHRITI RAJ
এই "বিশেষ অধিকার" কাব্য শ্রদ্ধেয় প্রিয় কবি মার্শাল ইফতেখার আহমেদ এর আহ্বানে সাড়া দিয়ে লেখা।
তাই সম্মানিত কবির গভীর ভালোবাসার প্রতি রইল গভীর কোমল অহিংস শ্রদ্ধা ও ভালোবাসা।