নীতিবান হও সবে খাঁটি কথা বলে
ছেড়ে দাপ রচে ছাপ
জীবনটা গড়ে নাও সৎ পথে চলে।


কর্মের স্বভাব যার বুকে থাকে বাঁধা
সুধী জোর শত ভোর
চেতনা আনে মনে নাহি থাকে ধাঁধা।


ঘটা করে লিখি সেধে বলি গাদা
ভুলে যাই নিজে সেই
নীতি হীন ঘূর্ণিতে পাক খাই সদা।


দম্ভের নিনাদ মোরে বধে দিন রাত
সৎ যথা ন্যায় কথা
ভাবি অন্যের জন্যে যত নীতি পাঠ।



ধৃতি রাজ