গুরুদুয়ার মন্দির মসজিদ গির্জা
মিছে বিভেদ কোন্দল সহস্র দর্জা
শান্তি বিরাজ নামে হিংসার তর্জা


অধিজনে বোধি মূলে পূর্ণ সৃষ্টি
অজ্ঞানে দাও সবে বাস্তব দৃষ্টি
বর্জনে ভুলে যাও হিংসার যষ্টি।


চাতুরী গড়েছে নিজ প্রশংস বর্ম
পীড়নে প্রাণ নেয় হানাহানি ধর্ম
এটা নহে সুসভ্য মানবের কর্ম?


কেহ যদি বিশ্ব করে থাকে সৃষ্টি
ধ্বংস রক্ষা সবই তাহারই পুষ্টি
মাথা ব্যথা মানুষে দাপটের তুষ্টি।


জ্বেলে নাও দীপ আঁধারের দুর্গে
দীনভেদ হীন হতে মুক্তির তর্কে
মানবতা ভরে যাক অন্তর সর্গে।


শব্দ ব্যাখ্যা:~
সর্গে > রাজ্যে


ধৃতি রাজ