যাও যদি ঘুর পথে ওই গাঁ শালুকাতে
চিতিনকে পাবে তুমি যেথা সেথা রাস্তাতে,
হাসি তার চোখে মাখা ঝলকায় দাঁতটা
বকবক বাঁকা ঠোঁটে চুলে মারে ঝাপটা
দিনরাত খুঁজে চলে খোলে কিসে জ্ঞান ভারী
মগজের ঘিলু কিসে করে কাজ দরকারি?
মেশিনের খুঁটিনাটি রোবোটের দমদার
কথা ছবি আসে ভাসি কতশত মজাদার!
জলতলে চাপ বাড়ে কেন হাওয়া ঠেলা দেয়?
মাটি নিচে জল ফোটে আগুন সে কোথা পায়?


বিদ্যে জাহির শেষে সাইকেল মেকানিক
দিল সে দোকান তায় ঘড়ি রাখে 'শ'খানিক,
বেচা কেনা নেই লাভ বদলাতে বৃত্তি
ট্রাক্টর কিনে নিলো পেতে বড়ো তৃপ্তি,
ট্যাঙ্কিতে তেল দিলে তবে চলে ট্রাক্টর!
তৃপ্তি সে নাহি পেল মেকানিক ড্রাইভার
ফিরে ভাবে হিসেবেতে নিখুঁতের দিস্তায়,
হাওয়াতেই চালাবে সে সাইকেল সস্তায়!


ভুল করেও একবার তাকালে তাহার পানে
কথা জালে আটকাবে ঘন্টা খানেক গুনে,
হার মানা সাঁচা কথা যত অকাট্য যুক্তি
পেয়ে মজা শুনলে তা পাবে নাকো মুক্তি;
হাসি খুশি জ্ঞান ধারী সবেতেই ওস্তাদী
কেহ বলে ভালোবেসে সময়ের বরবাদী!



ধৃতি রাজ