যদি হয় জন্মান্তরবাদ উৎকৃষ্ট সমুচিত কল্প্য,
জেনো তবে-
যার আছে প্রাণ অভেদের দান
মিছে গাঁথা বিভেদে ধর্মের গল্প।


ঘুরিছে জীবাত্মা জীব হতে জীবে নির-অভিলাষে
মুক্তির স্বাদে নাস্তিক বেশে
আর তোমরা-
গাঁথিছো দেওয়াল পরে দেওয়াল উড়িয়ে বিচ্ছিন্ন কেতন
হকদারী শ্রেষ্ঠত্বের শিরে।


কোটি সহস্র কোটি চৌহদ্দিহীন জীবে নির্বাধে
যার চলাচল,
নিষ্প্রয়োজন কৃত্রিম ধর্ম শিকল
দেখ চাহি মেলে মুক্তি বারেবারে
শাশ্বত নিসর্গের জীব জড় পারাবারে।


ভাঙো, ভাঙো দেওয়াল, মুছে দাও যত কৃত্রিম বিভেদ
বোনাও আজি হতে মানবতা জাল;
হৃদ বাঁধনে,
অবিরত করো মানবের জয় গান
উন্মেষ হোক তব শ্রেষ্ঠত্বের দান।।



ধৃতি রাজ