স্ববিরোধের ঘোর ঘনঘটা উপাদান হাতিয়ার
পশুর অধম হিংসায় ভরা মানুষের সংসার!
"সকল ধর্মে একই সার কথা" ধূর্তের ছলগান
শিশুর মগজে বিভেদের চাষ ধরমের যুযুধান!
সভ্যের নামে অসভ্য যত বেজাতের কারিগর
ভাগ্যের নামে শোষণ করে তাদেরই বংশধর,
ভ্রমের নেশার মত্তে করে প্রকৃতি ধ্বংসলীলা
ঘেঙায়ে কাঁদে সৃষ্টির কোলে পঙ্গু মাতৃপালা!!


ছাড়তে চাই বেজাতের দেশ দাবানল অবসানে
দিশা দাও তুমি অখল শিশু শুভ্র অভেদ মনে
কোন্ সাগরের তীরে আছে তেপান্তরের মাঠ?
বাঁধব সেথায় শান্তির ঘর জগৎ প্রকৃতি পাঠ
দেশ হতে দেশ দেশান্তর অহিংস মত পথ
সোহাগ রথে দরাজ বুকে ছুটবে ভবিষ্যত,
গড়ন বরণ সহন দহন জীবন মরণ তালে
চেতন বেদন নিত্য রোপন চলবে মথন পালে
ভাবনা জেগে উঠবে শিরে জীবন ধ্যানে মানে
মানুষ হবে প্রকৃতি রাজা বিভেদ সমাজ বিনে।


ধৃতি রাজ