আর কত বাস্তব অবতারণায় বিশ্বাস করবে?
কত চেতনার কথায় জাগবে মানবতা?
পনের আনা অচেতন মানুষের মনের হাজার কোটি প্রশ্নের উত্তর -
নিত্যদিন কে খুঁজে বের করবে?


এক আনা মানুষ?
যাদের উদ্ভাবনীতে ষোল আনা মানুষ জীবন ধারণ করে, তারা?
দায়িত্ব কি শুধুই তাদের?
কতকাল প্রকৃতির শিক্ষা পেলে
আজগুবি কল্প ছেড়ে বাকি পনের আনা মানুষ প্রকৃতির সুলুক-সন্ধানে  ব্রতী হবে?


লেখার পরে লেখা, সাহিত্যের পর সাহিত্য
ইতিহাসের পর ইতিহাস, জীবনের পর জীবন -
নির্লজ্জ ধূর্ত খেলে যায় অচেতন মানুষের হিড়িকে,
ঢেকে দেয় কোনও প্রশ্নে এক আনার অবদান!


নির্লজ্জ ভোগীর উত্তর সেই আদিম - "উপরওয়ালা"।


প্রকৃতির সুলুক-সন্ধান পঙ্গু করে,
রয়ে যায় ধূর্ত, পনের আনার উৎসবে!


ধৃতি রাজ