গল্প বুড়ো হারিয়ে গেছে উন্নতির আলোক শিখরে
নেইতো কোথাও বৈঠকখানা হুকো কল্কে লুকিয়ে।


          কোথায় রাখাল        নেই তো বাচাল
          কত না আখ্যান        সাঁঝের মিশাল
হারিয়ে গেছে, পাড়ার খুড়ো বিল ঝিল আজ শুকিয়ে
নৌকায় যেত মাছ ধরতে কোঁচ নিয়ে রোজ বিকেলে।


          পলো ধামা              বাতি কোথা
          ঢেঁকি জাঁতা             কুপি গাছা
বুড়িমার-ছুট, নেইতো এখন, কে বুনবে কাঁথা শিকে?
অট্টালিকায় বেমানান তাই, নেই প্রয়োজন নতুন যুগে।


          হ্যাচাক হারিকেন      লাঙল জোঙ্গাল,
          টুকরি টুরি                চিনে বিন্নি
ঘোল নেহাৎ বিরল শব্দ, আধো শোনা খায়না কেউ
যুগের তালে হারিয়ে দেয় অভিযোজন বিবর্তন ঢেউ।।


DHRITI RAJ