আজ আমার গায়ে হলুদ
চারিদিকে সানাই
সবাই ঝাঁকে ঝাঁকে আসছে
আনন্দের ফুলঝুড়ি ঝড়ছে
কিন্তু আমি ----------
না, মানি না, মানি না আমি
এ সমাজ এ ধর্ম
কি হবে ------
যা পারে না আশার আলোর স্পর্শ দিতে।।


সত্যি আমি মাধবী
যেন মাধবী লতায় বেঁধেছি
হৃদয়ের আপনজনকে,
বকুল ফুলের গন্ধে যেন হাওয়া মাতাল,
বেল জুঁই সবাই তো নিজেকে মেলে ধরেছে,
কিন্তু আমি -------
না, আমি পারবো না
পারবো না, তোমায় ফাঁকি দিতে।।


আজ আমার গায়ে হলুদ
সৌরভ এলেই বলবো ----
গায়ে হলুদ শুধু তোমারই জন্য।
কিন্তু ওরা ---ওরা তো দুই বন্ধু
একে অপরকে ছাড়া চলতে পারে না
নিশ্চয় সৌরভ শুভ্রকে জানিয়েছে
শুভ্র কেন তবে আমায় বিয়ে করবে??
ঐ তো শ্যামলী এলো ---
নিজেই সেদিন কলেজে
পরিচয় করিয়েছিল, এই সেই সৌরভ ------
শ্যামলী দিব্যি প্রেমিক কে
বিয়ে করে আনন্দ লুটে নিচ্ছে
কিন্তু আমি --------
না বাবা, আমি পারবো না এ বিয়েতে বসতে।


বললে, লগ্নের পূর্বে তৈরি না হলে
আমার হাতে বন্দুক দেখছিস -----
এটা নিজের মাথায় চালিয়ে
সমাধান করবো ------


হলুদের গন্ধে ফাল্গুনের মৃদু হাওয়ায়
জ্যোৎস্নার ঝিকিমিকি
লুটোপুটির সীমাহীন -----
কেবল আমার জন্যে সামাজিকতা।
আমি পারবো না শুভ্রকে সঙ্গী করতে
পৃথিবীতে শুধু সৌরভই আমার
হৃদয়ের সব গোপন কথা জানে,
তবে কার জন্যে রূপ যৌবন???
অনুভবের ফাটল্ দিয়ে জলে পূর্ণ ----
প্রায় লগ্ন হয়ে এলো
কিন্তু আমি -------
আর চুপ নয় সৌরভের হাত ধরলাম----
ধুউম ---ধুউম ----বন্দুকের শব্দ,
তাকিয়ে দেখি বাবার হাতে রক্ত,
বাবা, তুমি পারবে বাবা,
এই সৌরভ, শুভ্র আর আমার রক্ত
তোমার রক্তের থেকে আলাদা করতে??
সত্যি আজ আমার গায়ে হলুদ
শুধু হলুদ রাঙা গায়ে হলুদ।।


March 1996
এটা আমার প্রথম কবিতা।
DHRITI RAJ