বাতাসের ছেঁড়া স্রোতে সময়ের ঘরে
ভুখাদের সিঁধ কাটে গুলজার চোরে
বলোরাম ধলোরাম চোরেদের সর্দার
চোর চোর চীৎকারে ছোটে পিছে পর্দার
ধনবীর চোর ছোটে বিচারের দরজায়
ঘেরাটোপে সৎ সাজে বিচারক মহাশয়,
আদেশের বাজি ঘাটে তল্লাশি দফতর
প্রমানের ঘাট মেরে খুঁজে চলে মহাচোর
কার কথা কার ঘাড়ে অর্থের মাথা মুড়ে
তালগোলে চুরি করে কৌঁসুলি ছেঁচ্চ'ড়ে,
টান টান দরবারে নাগরিক খাবি খায়
আবেশি কথা জালে বিচারক তরপায়
কড়া চা'য়ে ঝড় ওঠে মজলিস আড্ডায়
ভাবে মন সাজা হবে চোরেদের মজ্জায়!


দূষিতের খাঁড়া ঘোরে জনতার দোরে
গোলামী হাওয়া মাতে তারই সমাদরে!


গোষ্ঠীর জ্ঞাতি জালে বিচারক মহাশয়
মানবতা মুখে গুলে মামলার রায় দেয়
ভোর বেলা রাত নামে ভুখাদের উঠানে
যারা দুটো খেয়েছিল চুরি ধন না জেনে
ফুলে ওঠে ধনবীর বলোরাম ধলোরাম
চোরেদের আখড়ায় দীন হীন ছিমছাম।


ধৃতি রাজ