ছাগ বলে ভাগ তোরা
ম্যঁ অ্যাঁ করি সাধে?
দিন রাত খাই পাত
দেখি; কে মোরে বাঁধে?


গরু কহে মরু ভুলে
যত কম, ডাকি হাম্বা-
ধরা মাঝে কেবা বোঝে
জাবরে সুখ সিধে লম্বা।


বাঘ নেচে হাঁক ছাড়ে
হালুমের জুলমীতে
গরু ছাগ পেলে বাগ
বাঁচি আমি রঙ রকমিতে।



ধৃতি রাজ