আমি-
তোমায় বড্ড মিস করছি, বোঝাতে পারিনি হয়তো;
বোঝাতে পারিনি তিনটে শব্দ,
শুরুটা তোমার জানা ;আর শেষটা-
অবশেষের পূর্বে সাদামাটা।
তবুও ভালো লাগা চোখের কাজল,
হলুদ শাড়ি আর লাল টিপে
তোমায় মানায় বেশ!
বেগুনি শাড়ি আর নীল টিপ
চলে তার রেশ-
লাল শাড়ি আর কালো টিপ?
সেও কি হয় চোখ ফেরানো শেষ?
হতই যদি গোলাপ দেওয়া, নির্জনে দুটি মিষ্টি কথা,
না হয়
ফিসফিসিয়ে কানে কানে-
অনন্ত যুগ ধরে,
মিটতো সাধ মিটতো আশা তোমায় যত ভালোবাসা। কাটতো ঘোর বুঝতে যদি-
হতো চাওয়ার শেষ।।


DHRITI RAJ