সবুজের নরম পথে ছেদন বিনে রয় না সুখ
জংলী কিবা বর্তমানে বেজায় ধ্রুব দর্প মুখ
প্রকৃতির গোড়া কেটে ডুবায় কল্পে শব্দ যত
ভাবন ভাঁজ কলাসনে প্রকৃতি হীন হীন্য ব্রত,
মেয়াদের আবিল ঘ্রাণ গগন ফুঁরে বৃষ্টি আনে
সিক্ত মন সহনশীলে জড়ায় জান দৈন্য দিনে
পবনের মুক্ত গতি ভরায় প্রেম জোয়ার দমে
স্তোত্র মন্ত্র আড়ম্বরে পুলক জপে অন্ধ থিমে!


ধৃতি রাজ