শান্তি চাই, চাই পূণ্যময় পৃথিবী
স্বস্তি খোঁজে, কার যেন নামে পূণ্য পরিধি
উষার প্রাত হতে দিনের অবসান অবধি ঢাক পেটায়!


রীতি হতে প্রীতির তফাৎ খোঁজে
খোঁজে না অহিংস চেতনা, জনহিতের লেশ
হুজুগে মেতে উদ্যমে গাহে অনর্থের সাম্যের গান।


সে যুগের অমানবতা ছিল বিরোধীহীন
ক্ষুধার্থ ছেঁড়া জামার প্রাণ বিপন্নকারী,
আজ খাস উদ্দীপনা অনুসারী ভঙ্গিমা আবেশ।


মানবতার চরম সর্বনাশী আগ্রাসী ঝলমলে পরিধান
গোঁড়া খড়খড়িদের সাধের স্বপ্ন, প্রথম পছন্দ,
তাই মানবতা রয় অপরিবর্তনীয় কলুষিত কারাগারে!


ধৃতি রাজ