ঝিলমিল কড়া রোদ্দুরে খোকা গেছে কত্দূরে?
লুকোচুরি খেলছে কই চোখ যায় যত্দূরে।
রাস্তা দিয়ে ফিরছে যত, যাচ্ছে তত দলবলে,
খোকা তবে গেছে কোথা বৈশাখের সাত সকালে?
ভর দুপুরেও হয়নি দেওয়া নববর্ষের শুভেচ্ছা,
বার বেড়েছে বড্ড কঠিন বলছে খোকার ঠাকুমা।
মরা নদীর জল শুকিয়ে,কাঁদায় মাখা রঞ্জনা,
বলল হেঁকে চিনবে যদি যাওনা নদী দুজনা।
চিনতে হলে দেখবে তবে হাতে বোয়াল ঝুড়ি
অল্প জলে প্রথম ধরে, তখন পাঁচটা বেজে কুড়ি।
খোকার বোয়াল সবার সেরা ছিল সকাল বেলা
এখন দুপুর, গন্ধে বোয়াল পচন ধরার পালা।
জল শুকিয়ে কাঁদার তালে হাঁটু গেঢ়ে বসে,
মাছ ধরছে তবুও খোকা নেশার ভীড়ে শেষে।
কাঁদায় মাখা কোন্ টা খোকা গেছে সে কত্দূরে?
নদীর পাড়ে গিয়েই দেখ চোখ যায় যত্দূরে।।



DHRITI RAJ