তোমার কথায় শৈশব হতে মেনেছে পূর্ব জনম
বিশদে জানতে জীবন যায় হয়েছে সময় জখম
তোমার কথায় সাজার ভয়ে মেনেছে পরের জনম
বিশ্বাসে ডুবে পূণ্যির তরে একাল খোয়ালে রকম
কল্পনা যত নেশার ঘোরে সাধিতে আশায় ভবে
জ্ঞান অজ্ঞান দম্ভের মাঝে জীবন কাটে দলিতে।


পাপ পুণ্যির বিচার কবলে বহুজন ভোলে ইহকাল
চাহি দূরপানে শূন্য আঁধার রহে অধিকারে আকাল
পূর্ব জনম জানা নেই কারো কেন মিথ্যা বলিছে?
পর জন্মের কথা জানেনা কে বিভ্রান্ত ছড়ায় জুঝে?


ডাহা মিথ্যার বুলির জালে পিশাচ ভুলায়ে রাখে
আগের পরের জনম ফাঁদে বর্তমান যায় পাঁকে
কল্পের কথায় গল্পের তালে যত ইহকাল নাশক
কলে পাড়িয়া ধাঁধার জটে পাষন্ড তারাই শাসক
ভাঙো মত্ততা ওহে বহুজন ভাঙো ঐহিক বিকার
মিথ্যে জনমের আশা ছাড়ি লহ চলতি অধিকার।


ত্রিপত্র কাব্য (Trefoil)
ধৃতি রাজ