পূবের হাওয়ায় মধ্যি পাড়ায় সারা বছর লোক জমে
কত আড্ডায় দিন যায় যেন, হীরক রাজ্য ভূমে
সারি শত এক ছোট তাল গাছ, বড় দাঁড়ায়ে রয়
দোলনার সুখ নেই কোন দুখ পেয়ারার দোলনায়
ছোট বড় শিশু খেলার শুরু ভোরের সিক্ত হাওয়ায়
কেহবা জাসু কেহবা গুরু রঙ্গতামাশায় সাঁঝ গড়ায়
ডাং গুল খেলে পিঠালি তলে চীৎকারে মাথা ধরে
বাড়ির নিচে কেহবা হঠাৎ ধানখেতে গিয়ে পড়ে।


মধ্যি পাড়ায় আছে বড় বিল আম জাম বাঁশ বাগান
গোলাকার পাড় অতি সুন্দর নৌকা কত যে ভাসান
মন যায় ভরে শাপলার ঘ্রাণে বিল ভরে তারই ফুলে
কোন্ মানবে গড়িয়াছে পাড়া কত কাল কেহ জানে
জেলে যত সব ধরে মাছ তার দিনরাতি এক করে
সাঁঝের পরে নিভু নিভু বাতি বিল দেয় কে সাজায়ে
অপরূপ লাগে মুগ্ধ সে যে যেন তারারা নেমে আসে
বিল পানে চাহি মন যায় ডুবি নিশুতি নেশায় মিশে।


চন্দ্র চড়ন ওপারে ওঠে ঢেউ-তরঙ্গ দৈত্ব ভূমিকায়
ঊর্ধ্ব গগনে নিম্নে অতলে উদাম শিহরণ তুলে যায়
প্রকৃতির দোলায় প্রকৃতি দোলে অঙ্গ অপার মহিমায়
মধ্যি পাড়ার বিল খানি রয় প্রিয়া চাঁদের আঙিনায়
বর্ষায় জলে বিল মাঠ ভরে ওপারে রেলগাড়ি ছুটে চলে
তার হুইসেল আর ঝি ঝিগ্ ঝিগ্ যায় আনন্দে মন ভরে
জেলের ঘরের আনন্দ বিল, বিল চাষের জলের মূলে
জলের জীবের চিরসাথী বিল বাঁচে জীবন তাহার কুলে।



DHRITI RAJ
আসিতেছে... "মধ্যি পাড়ার বিল" (দুই)