বিলের ধারে জৈষ্ঠে মাসে গানের আসর মাতে
গানের ভুবন মাতোয়ারা মন শোনে আনন্দ রাতে;
ক্লান্তি নামে শরীর মাঝে দিনের কাজের চাপে
সত্যি কথা আসর মাঝেই ঘুমায় চোখটি বুজে;
তিনদিন পর কোন্ বাঁশিয়াল হঠাৎ আসর ছাড়ে
বাড়ির খবর চক্ষু সজল তিনদিন বাকী আছে;
কন্ঠ রাজা যন্ত্র প্রজা সঙ্গীতে সকল শিল্পী মানে
জানি প্রজাহীন রাজা ক্ষীণ সঙ্গীত প্রেমী জানে।


বিপদ বুঝে আসরে উঠে বললে পাড়ার গোবরা
পাড়ার ছেলেই বাজায় বাঁশি অপূর্ব সে আনন্দ দা;
ভাবিয়া শিল্পী বলে করজোড়ে আনো তারে ডেকে
গানের মাঝে বিপদ ক্ষণে পার করুন আমা দিগে;
দিগ্ বিদিক ছুটলো কেহ কেহ কান ফেলে দেয় মাঠে
বেণু সুরের সুর প্রহরে বেঁশেল কোন্ দিকেতে আছে;
ক্ষণেই সুরের করুণ ধাওয়া আসলো ভেসে কানে
পূবের মাঠেই বেঁশেল আছে, ছুটলো ওদিক পানে।


বলল কেহ কাছে গিয়ে গানের আসর এঁধো
বেঁশেল সঙ্গ বাড়ির খবরে চলেগ্যাচে ভোর আঁধো;
ডাকছে তোমায় বরণ ছোঁয়ায়, সঙ্গত দিবে তায়
আসর গানে ভাস্বর মানে শুনিবে মুগ্ধতায়;
শুনে আনন্দ হয় উতলা বেঁশেলের কিবা হলো
সেও যদি হয় জনম দুখী আমারই মতো দৈন্য !
ভাবি মূহুর্ত হৃদি আহত আহূত অন্তর মানবতা
ফেলি জনকাজ আসে তরতাজ করিতে আসর তাজা;
কোমল সুরে বেণু বিরহে তিনদিন গানের আসর
মধ্যি পাড়ার ছেলের গুণ ছড়ায় যে দেশ দেশান্তর।



DHRITI RAJ
আসিতেছে...... "মধ্যি পাড়ার বিল" (চার)