সকাল ভোরে জয়কে বলে পিতা বিষয় খুলে
বন্ধু নবাব দিয়েছে জবাব দিবে মেয়ের বিয়ে;
তোর মা আমি দুজন মিলি; ওপার আসি ঘুরে
দুই দিন পরে আসিস দেখে ওপারে বন্ধু নিয়ে;
জয়, বাবার কথা শুনেই তথা, নীরবতা ভেঙে কয়
বিদেশ খাটে ওপার নবাবে তোমারই বন্ধু হয়?


তার লম্বা মেয়ে বনিতা সে যে; চিনি সকল মূলে
দেখেছি তারে ওপার পাড়ে, দেখছি ওপার কূলে
লম্বা চুলের গড়ন তাহার মন ভোলানো রূপের বাহার
পাড়ার সেরা কর্মে হীরা দিলে কপাল ভালো তোমার
জানি তাহারে চিনি যাহারে দেখতে আমি আর যাব না
তোমরা দেখে লাগলে ভালো দিয়ো পাকা কথা।


ছেলের কথা শুনেই পিতা গিন্নিরে দেয় হুকুম
সাজন করো জলদি আজই করবো পাকা কুটুম্;
বুক ফুলে আজ চওড়ার ভাঁজ, সাজ-সাজ মন রঙে
যেন চাঁদের দেশে কোন্ সে পরী আনিবে বৌয়ের ঢঙে;
অমূল্য জয় ছিনিয়া লয়, আজি কোন বিদ্রোহে
ঘাটে তাহার স্নানের বাহার সুগন্ধি সাবান মোহে।


পাজামা ধোলাই পাঞ্জাবী গায় প্রহ্লাদ মন জোড়া
গৃহিণী সাজে চোখের মাঝে; স্নেহ মমতায় মোড়া;
ধুমধাম করে ঘরের বাহিরে রাখিবে কেবলই পা
চোখ পড়ে পায়ে জুতো পড়তে; পা লাগে ফাঁকা ফাঁকা;
হঠাৎ গৃহিণী বলে মন ভারি; পাষক খুলিয়া গ্যাচে
স্নানের ঘাটে দৌড়ে গিয়ে কূল কিনারায় খোঁজে।



DHRITI RAJ
আসিতেছে..... মধ্যি পাড়ার বিল (সাত)