খর্ব হোক, সে বিষা বিদ্বেষ কপট খলতার পরিশেষ
কোন্ ধীশক্তি করেছে মিতি শেষ, কল্পের সাঁচা লেশ?
কিসে পাপ, কিসে হয় নিষ্পাপ খুঁজে ফিরি ধাপ
কোথা সে, কোথা তার ছাপ কিসে এতো দাপ?
কার দরুন এতো রক্ত পাত সেকি রক্তখেকো জাত?
চাহেনা তবে কিসে বধ তাপ, সতত চলছে বিবাদ
বিশ্ব নিবিড় চষে কোন্ বীর! নির্দয় অনৈক্যে স্থির
সুহৃদে ক্ষয়, এ কোন্ অধীর? নির্দায় করে শির!


অলৌকিকে, সহস্র যুগ গেল এবার আঁখি খোলো
ওহে মানব যা পায়নি বিশ্ব, আধ্যান প্রচ্ছন্ন করো
অর্পিত ছেড়ে হোক আস্তে উদয়, বিশ্বে শান্তি ময়
শান্তির নীড়ে হোক মানবত্বে জয়, চির অহিংস লয়
যেখানে সদাই রবে প্রেম প্রীতি, রবে বীথিকা রীতি
হোক উন্মেষ, হোক প্রসন্ন মতি, হোক চেতনার উন্নতি।।



DHRITI RAJ