খালি কলসী বাজে বেশি মূর্খ বোঝাতে বলো
ভরা কলসী জ্ঞানী উপমায় অকসর তুলে ধরো;
বাজলে বেশি বাজাও যদি সুন্দর সঠিক তালে
শ্রুতি মধুর কম্পনে ভরে হৃদয় আনন্দ গানে;
ভরা কলসী কিসে ভরা মানুষের নেই জিজ্ঞাসা
বাজিলে কম জ্ঞানের দম ভালো মন্দ বোঝেনা!


যখন যেটা দরকার বাস্তব যাহা দিতে পারে
জীবনবোধে অমূল্য তাহা মানবতাবাদী বলে;
সমাজ কি আর সংস্কার হয় আবিষ্ট মানবে?
যত বিদিত সবই সঠিক এক বাক্যে বললে!


সমাজ হতে শেখে যাহা ছাড়তে চাহেনা অধিক
বিবেক বুদ্ধি অব্যবহারে মানুষ চলছে স্বাভাবিক;
একক ভাবে সবাই জেনে বুদ্ধিজীবী সব চুপ
একার পক্ষে সম্ভব নয় বলেই দায়সারে খুব;
এতো শব্দ এতো বোধগম্য তবু অধোগম্য
মানুষের মস্তিষ্ক যত উন্নত ব্যবহার সামান্য।।


ত্রিপত্র কাব্য (Trefoil)
DHRITI RAJ