শত সহস্র কোটি অনুভব বিচরণ করে-
শিরা থেকে উপশিরায়, বিভাবরী যাপনে,
আপনত্বে ঘুণ ধরায় বিকৃত ইতিহাসের বর্ণবাদী সষ্ট্রা,
পূর্ণ দিনের অবসান ঘটে-,
তুমি আর আমি মুখোমুখি আবেশহীন আঁখিপাতে।


দীর্ঘশ্বাস ফেলি! নিভৃতে নির্জনে প্রেম ফিরে খুঁজি,
কোন এক নিঃস্ব অজানা কোণে, চেয়ে দেখি
পুরোনো দেওয়ালখানা দিনে দিনে হয়েছে _
আরো বলিষ্ঠ, উন্নত খড়্গ, যেখানে প্রজন্ম হয় নিপতন।


কলুষিত ঘৃণ্যিত বর্ণবাদী আজও দেওয়ালে
সু-বর্ণে ছবি আঁকে ইতিহাসের কদাকারে, আর-
রঙিন রাজনীতি চিত্রে,
চামচার পিতারে, চামচা ছুড়ে ফেলে ডাস্টবিনে।


একদিন ঘটবে আবেশ ছড়ায়ে ধূম
তোমার আমার চ্যুতিহীন প্রেম নিশান, সেদিনও হয়তো
বজ্জাত শ্রেষ্ঠ, বর্ণবাদী, রয়ে যাবে নির্লজ্জ।


ধৃতি রাজ