সাহিত্যের কল্প গাঁথা দিয়েছে সমাজ গড়ে
মোহনীয় ভ্রান্তে ভরা শেখায় যুগের পাড়ে
মিলিয়ে দেখ ধারা লেখক ছদ্মের সুনাম
ঈশ্বর বার্তার নামে লুকায় নিজের নাম
জাগরণ সভ্য কালে যখন সুযোগ হলো
শিশুকাল হতে জন হারায় দিনের আলো।


অগনিত ফল যত আলোর দরজা বন্ধ
অচিরেই জন্ম নেয় সমাজ বাস্তব অন্ধ
প্রতিদিন সেই ভ্রান্ত সাহিত্য শিকল গড়ি
দাসত্ব হতে মুক্তির স্বাদ অসম্ভব নয় কি?


আমার শ্রমিক গুলো অন্ধত্ব আর লোভে
শাসকের সাথে ছোটে রাস্তার বাঁকে বাঁকে
কেবলই জীবন যুদ্ধ লাঞ্ছিত শোষণ ভয়
ভাবনার ভ্রান্ত ঘোরে মানে নিজ পরাজয়
আপন কাহিনী ত্যাগে অথবা না জেনে সে
বর্ণের রাস্তার কর্ষে ঠাঁই লয় দালালি হর্ষে।



ত্রিপত্র কাব্য (Trefoil)
ধৃতি রাজ